সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হলেও মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে নিহতের পরিবারের। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার কালিকচ্ছ এলাকার ধরন্তী গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ৮টায় পার্শ্ববর্তী তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ওই তরুণ।
নিহত তরুণের নাম নবী হোসেন (১৭)। সে উপজেলার ধরন্তী ডেংগাহাটির জলিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল রাত ৮টায় পার্শ্ববর্তী তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় নবী হোসেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আজ সকাল সাড়ে ১০টায় সরাইল ফায়ার সার্ভিস ও ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিতাস নদী থেকে নবী হোসেনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হলেও নবী হোসেনের মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহ আছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।