কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিক্কন তনচংগ্যা (১৮) নামের এক কলেজশিক্ষার্থী মারা গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কার্বারী শান্ত তনচংগ্যা আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিক্কন তাঁর বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে পা ধৌত করছিল। এ সময় তাঁর ওপর বজ্রপাত হওয়ায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যায়। সে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইন পাড়া এলাকার মুচুল্লাহ তনচংগ্যার ছেলে। নিক্কন তনচংগ্যা রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘নিহতের খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’