কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন। আজ বুধবার ভোর রাতে উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হামিদ হোসেন (৩৩) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮-এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান বলেন, বুধবার ভোররাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা জনৈক ব্যক্তির বসতঘরে মাদকের চালান মজুতের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক বসতঘরটি ঘেরাও করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার।