কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষস্থানীয় নেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
গতকাল রোববার রাতে উপজেলার কুতুপালং ক্যাম্প-৪-এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাব জানিয়েছে, আরসার শীর্ষস্থানীয় নেতা মৌলভি আকিজ রোহিঙ্গা কমিউনিটির শীর্ষ নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভি আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪-এ অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আরসার মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে আজ সোমবার দুপুরে কক্সবাজারের র্যাব-১৫-এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।