হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

মৃণাল কান্তি ধর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ জানুয়ারি রাতে ডাকাতির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তারসহ লুট হওয়া আট ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

গ্রেপ্তার দুজন হলেন, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি ধর (৬৫) এবং মো. মনির ওরফে সোলাইমান (৪০)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মুহাম্মদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার মো. মনির ওরফে সোলাইমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, ডাকাত চক্রের সঙ্গে আরও অনেকের সংশ্লিষ্টতা রয়েছে। ইতিমধ্যে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পুলিশ জানায়, মনিরকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া আট ভরি স্বর্ণসহ মৃণালকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে দুই ভরির একটি গলার হার, এক ভরির দুটি ব্রেসলেট, চার ভরির ১০টি চেইন এবং এক ভরির চারটি কানের দুল রয়েছে।

গ্রেপ্তারের পর মৃণাল কান্তি ধর ও মো. মনির ওরফে সোলাইমান। ছবি: সংগৃহীত

গ্রেপ্তার মনির ওরফে সোলাইমান আনোয়ারা উপজেলা সদরের বিলপুরের আলী আকবর চেয়ারম্যান বাড়ির মৃত বকশ খানের ছেলে। তা ছাড়া গ্রেপ্তার মৃণাল কান্তি ধর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি নগরীর হাজারী লেনের ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের ‘মডার্ন ফেন্সী জুয়েলার্স অ্যান্ড বুলিয়ন’ নামের দোকান মালিক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

গত ৩০ জানুয়ারি গভীর রাতে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের লিয়াকত আলী চৌধুরীর বাড়ির ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন বেলুর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন। তিনি বন্দর কমিউনিটি সেন্টার এলাকার দেয়াঙ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০