কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীর লাশ রেখে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছ। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নারীর নাম রুমানা (২৫) বলে জানা গেছে। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আটক ব্যক্তির নাম নুরুল আলম সিকদার (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে অ্যাম্বুলেন্সে করে রুমানা নামের এক নারীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আনেন নুরুল আলম সিকদার। ওই নারীকে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কর্তৃপক্ষ তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীকে মৃত অবস্থায় পান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম পুলিশকে জানিয়েছেন, ওই নারী স্বামীসহ রামু উপজেলার সাদরঘোনায় তাঁর বাসায় ভাড়া থাকেন। হাসপাতালের রেজিস্ট্রার বইয়ে নারীর নাম রুমানা লেখানো হয়েছে। ঠিকানা লেখা আছে কক্সবাজারের কালুর দোকান।
চকরিয়া থানার পরিদর্শক ইয়াছিন মিয়া বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। বিষয়টি রামু থানাকে অবগত করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।