হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় কারেন্ট জালসহ ৫ জেলে গ্রেপ্তার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে অবৈধ কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ বুধবার হাতিয়ার পশ্চিমে মৌলভীর চরের কাছ থেকে তাঁদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার মৃত শেকু মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৮), একই এলাকার ওমর ফারুকের ছেলে মো. লোকমান (২২), লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বশির আহাম্মেদের ছেলে মো. মঞ্জু (২২), একই এলাকার মো. কালুর ছেলে জমির উদ্দিন (১৯) ও বেল্লাল হোসেনের ছেলে মো. রাজীব হোসেন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। জাল ও ট্রলার নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীতে গোপনে অসংখ্য জেলে নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এই সংবাদ নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ পুলিশের একটি দল। নদীতে নৌ পুলিশের উপস্থিতি দেখে অনেকে জেলে নৌকা পালিয়ে যায়।

বিকেলে মৌলভীর চরের কাছে একটি মাছ ধরার ছোট ট্রলার নদীতে জাল পাতানো অবস্থায় পেয়ে আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা পাঁচ মাঝিমাল্লা ও তিন হাজার মিটার কারেন্ট জালসহ ট্রলারটি জব্দ করে তীরে নিয়ে আসা হয়।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন