ফেনীর সোনাগাজী উপজেলায় সহপাঠীদের সঙ্গে ইফতার করতে গিয়ে মৃত হয়ে ফিরতে হলো মায়ের কোলে। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আবু জায়েদ ফয়সাল (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর। ফয়সাল সোনাগাজী উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরখোয়াজ গ্রামের হাফেজ একরামুল হকের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
ফয়সাল বৃহস্পতিবার সহপাঠীদের সঙ্গে ইফতার করতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার মৃত্যুতে বারবার বেহুঁশ হয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। কিছুতেই থামানো যাচ্ছে না ফয়সালের মা রোকেয়া বেগমের কান্না।
ফয়সালের বড় ভাই আবু সাঈদ মামুন বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাড়িতে ছিল ফয়সাল। তারপর স্কুলের সহপাঠী ও এলাকার বন্ধুরা মিলে চরচান্দিয়া ইউনিয়নের চরনারায়ণ (উপকূলীয় অঞ্চল) এলাকায় প্রাকৃতিক পরিবেশে ইফতারের আয়োজনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সবাই মিলে ইফতার ও নামাজ পড়ে সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে সোনাগাজীর উদ্দেশে রওনা দেয়। মদিনা বাজার এলাকার ভূঁইয়ার দোকান নামক স্থানে রাস্তার গর্তের কারণে দ্রুত থামতে গেল মোটরসাইকেলটি পিছলে রাস্তার পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা ফয়সালের পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষে ফয়সালের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় মারা যায়।’
আবু জায়েদ ফয়সাল পরিবারের তিন ভাইয়ের মধ্যে মেজো। এ ছাড়া তার বড় এক বোন রয়েছে।
ফয়সাল জেনারেল এডুকেয়ার স্কুল থেকে প্রাথমিক ও আল হেলাল একাডেমি থেকে জেএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। সে আল হেলাল একাডেমির বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
ফয়সালের সহপাঠী নুসরাত মিতু বলে, ‘সে স্কুলে সবার সঙ্গে মিলেমিশে চলতো। কারও সঙ্গে মন খারাপ করে কথা বলত না। তার এমন মৃত্যুতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।’
ফয়সালের স্কুলের স্কাউটস রোভার শাহিন আলম পিয়াস বলেন, ‘বন্ধনমুক্ত স্কাউটস গ্রুপের নবীন সদস্য ফয়সাল ছিল দায়িত্বসচেতন। তাকে যেকোনো কাজ করতে বললে আন্তরিকতার সঙ্গে করত। এ ছাড়া পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে মাঠে থাকার টিমে সে থাকার কথা ছিল। তার শূন্যতা আমরা অনেক মিস করব।’
সোনাগাজীর আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুক শোক প্রকাশ করে বলেন, ‘ফয়সাল অত্যন্ত মেধাবী ছিল।’