হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভিসার টাকা ফেরত চাওয়ায় দালালের হাতে প্রবাসী নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

কথা ছিল, সাড়ে তিন লাখ টাকায় ওমানে নিয়ে চাকরি দেওয়া হবে। কিন্তু ভিসার ব্যবস্থা করলেও বিদেশে নেওয়ার পর সটকে পড়েন দালাল। অনেক কষ্ট, ভোগান্তির পর দেশে ফেরেন ওই প্রবাসী। দালালের কাছে ভিসার টাকা ফেরত চাইলে এবার প্রাণই কেড়ে নেন দালাল।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান পাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। খুন হওয়া মনজুর আলম ওরফে বাবুল (৪৪) একসময় ওমানে থাকতেন। এ ঘটনায় অভিযুক্ত দালাল মো. সোহেলকে আটক করে বাঁশখালী থানা-পুলিশে সোপর্দ করেছেন সেনাবাহিনীর টহল সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

নিহত মনজুর আলম ওরফে বাবুল উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত দলিলুর রহমানের ছেলে। তাঁর স্বজনেরা জানান, স্থানীয় দালাল মো. সোহেলের কাছ থেকে তিন বছর আগে সাড়ে তিন লাখ টাকায় একটি ভিসা নিয়ে ওমানে যান মনজুর আলম। সেখানে চাকরি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি; এ ছাড়া ঠিকমতো খেতেও দেওয়া হতো না। এমনকি পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারেন, সে জন্য বাসার ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অবশেষে চট্টগ্রাম জেলার রাউজান এলাকার কিছু প্রবাসীর সহযোগিতায় দেশে চলে আসেন মনজুর।

নিহতের ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মনছুর আলম বলেন, ‘আমার ভাই দেশে এসে ভিসার টাকার জন্য আদালতে মামলা করেন। মামলা চলাকালে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের চেষ্টা করলেও সোহেলের পরিবার এতে রাজি হয়নি। আজ (গতকাল) সকালে ভিসার টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁদের এলাকায় ডেকে নেওয়া হয়। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে আমার

ভাইকে ছুরিকাঘাত করেন সোহেল। এ সময় আমার ভাইয়ের চিৎকারে এলাকার লোকজন গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ছুরিকাহত মনজুরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন