হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির ৭ নেতা-কর্মী আটক সেনাবাহিনীর হাতে, মুচলেকায় মিলল থানা থেকে মুক্তি

ফেনী প্রতিনিধি

ফেনী মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতা-কর্মী আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল রোববার রাতে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকা থেকে তাঁদের আটক করে সেনাবাহিনী।

আটক অন্যরা হলেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।

আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আজ সোমবার সকালে আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। একপর্যায়ে আমিনবাজার সেনাবাহিনীর ক্যাম্প অতিক্রম করার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। এ সময় সিগন্যাল না মানায় সাতজনকে আটক করে সেনাবাহিনী।

বিমানবন্দর সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিব বলেন, ‘আটকদের আজ সোমবার সকালে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তথ্য নিতে পারেন।’ এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

সেকশন