হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেললাইনে গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

রেল লাইনের ওপর গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এতে নোয়াখালী-লাকসাম ও নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে।

গাছটি রেললাইনের ওপর থেকে সরাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান।

স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার মাইজদী বাজার স্টেশন সড়কের পাশে থাকা বড় একটি গাছ সোমবার রাত ১২টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানালে মঙ্গলবার ভোর থেকে নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ভোর ৬টায় উপকূল এক্সপ্রেস সোনাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও লাইন স্বাভাবিক না থাকায় তা এখনো সোনাপুর স্টেশনে রয়েছে। একই অবস্থা নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের (সমতল এক্সপ্রেস), সেটি সকালে ঢাকা থেকে ছেড়ে আসার পর চৌমুহনী স্টেশনে অবস্থান করছে। ফলে মাইজদী ও সোনাপুরগামী যাত্রীদের চৌমুহনী স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গাছের একটি বড় অংশ পিডিবির বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় সেই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।

মাইজদী কোর্ট স্টেশনে রহিম নামের এক যাত্রী বলেন, ‘ভোরে উপকূল ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে স্টেশনে এসেছিলাম। লাইনে সমস্যা হওয়ায় যথাসময়ে ট্রেন সোনাপুর থেকে ছাড়তে পারেনি। যথাসময়ে ঢাকা না যেতে পারায় বিপাকে পড়েছি।’

চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের লাইনসহ গাছটি রেললাইনের ওপর পড়েছে। আমাদের লোকজন সকাল থেকে সেটি অপসারণে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে গাছ সরানোর কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন