Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আপনারা নির্বাচন চান না, তাহলে চানটা কী: খোকন

নোয়াখালী প্রতিনিধি

আপনারা নির্বাচন চান না, তাহলে চানটা কী: খোকন
চাটখিলে বিএনপির আলোচনা সভায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা নির্বাচন চান না, চানটা কী? আপনারা চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন, এই সুযোগ জনগণ দেবে না। কারণ, জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য। আপনাদের লুট করার সুযোগ দিতে না। কোনো মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না।’

আজ রোববার নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জামায়াতসহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা ১৫ বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে। দেশের একমাত্র দল বিএনপি, যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে।’

তিনি বলেন, ‘চাটখিলসহ বাংলাদেশের এমন কোনো উপজেলা-থানা বাকি নেই, যেখানে মিথ্যা মামলা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে, কী থাকবে না।’

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খরায় পাহাড়ে আমের ফলন বিপর্যয়ের শঙ্কা

পর্যটক বরণে প্রস্তুত কাপ্তাই

চাল বিতরণে অনিয়ম, জেলেদের তোপের মুখে পালালেন প্রশাসক

সরি, সংস্কার আপনাদের কাজ নয়: অন্তর্বর্তী সরকারকে আমীর খসরু

কাদায় আটকে পড়া হাতিটি বাঁচানো গেল না

ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

লক্ষ্মীপুরে দরজির দোকানে শিশুকে যৌন নিপীড়ন

সীতাকুণ্ড-সন্দ্বীপ সমুদ্রপথে ঈদ উপলক্ষে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু

আটকে পড়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত