হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক 

কক্সবাজার প্রতিনিধি

তিন দিন পনিতে ডুবে থাকা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল বুধবার সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছিল। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে। ফলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বর্ষণ, জোয়ার ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সোমবার থেকে কক্সবাজার প্লাবিত হয়। তবে চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল এখনো ডুবে রয়েছে। অবশ্যই পানি কমতে শুরু করেছে। 

বাস ও পরিবহন সংগঠন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে তিন দিন যান চলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার থেকে চকরিয়া-পেকুয়া-আনোয়ারা সড়ক দিয়ে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। 

এনা ট্রান্সপোর্টের কক্সবাজারের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে এসি, নন-এসিসহ সব ধরনের দূরপাল্লার বাস ও মিনিবাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে চলাচল শুরু হয়েছে। 

কক্সবাজারে ২০টি পরিবহনের প্রায় ৬০০ বাস চলাচল করে বলে জানিয়েছেন কক্সবাজার বাস মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম। তিনি বলেন, বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে পানি নেমে যায়। এতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, পানি নামতে শুরু করলেও এখনো উপকূলীয় এলাকার কয়েকটি ইউনিয়ন তলিয়ে রয়েছে। এতে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক ডুবে রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোয় পুরোদমে যান চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন