Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামের সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা খতিজা বেগম (৩৭)। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জাওয়াদ ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল আজিজ বলেন, গতকাল রাত ১টার দিকে বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ডের মাজারপাড়ার আবদুল গফুরের ঘর ভেঙে ফেলে হাতি। সেখান থেকে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পাশের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি যায় হাতির দল। হাতি তাদের ঘরে তাণ্ডব চালালে প্রাণ বাঁচাতে ঘুমন্ত শিশুকে নিয়ে ওই গৃহবধূ পাশের একটি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর কোল থেকে শিশুটি পড়ে গেলে হাতির আক্রমণে শিশুটি মারা যায় এবং তার মা আহত হন।

প্রতিবেশী আবদুল আজিজ আরও বলেন, হাতির শুঁড়ের আঘাতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। এলাকাবাসীর সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাল ফেলে পুকুর থেকে তোলা হলো ৩ শিশুর লাশ

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কচুয়ায় বিদ্যুতায়িত হয়ে ২ ভাইয়ের মৃত্যু

যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে, তাদেরকেই শত্রুজ্ঞান করব: হাসনাত

চট্টগ্রামে কেইপিজেডের পাহাড়ে আগুন, লোকালয়ে হাতি-আতঙ্ক

বিচারকের সিল দিয়ে আইনজীবীর সই, প্রতি হলফনামা ৫ হাজার

হাতিয়ায় বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত হান্নান মাসউদ

মামলা করে আবার আসামির পক্ষে জামিন চাওয়ায় বাদীর হাজতবাস

অস্ত্র–মাদকসহ চট্টগ্রামে জিয়া মঞ্চের নেতা গ্রেপ্তার

বিয়ের জন্য চাপ দেওয়ায় নারী সহকর্মীকে গলা টিপে হত্যা, প্রেমিক গ্রেপ্তার