ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া থেকে নিখোঁজের ১৭ দিন পর খালে ভাসমান অবস্থায় রেজিয়া বেগম (৭৪) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের তারেক মেমোরিয়াল হাসপাতালের সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেজিয়া বেগম ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়া গ্রামের মুহুরি বাড়ির বশির আহাম্মদের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, রেজিয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিল। ২৭ ডিসেম্বর শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। ৩০ ডিসেম্বর তাঁর মেয়ে রাসেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ওসি আরও বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ছাগলনাইয়া পৌরসভার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের তারেক মেমোরিয়াল হাসপাতালের সামনের খালে তাঁর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।