হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাড়ির মাটির দেয়াল ধসে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুফা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)। 

স্থানীয়দের বরাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। 

রাশেদ মোহাম্মদ আলী বলেন, বাড়িটি মাটির দেয়াল দিয়ে তৈরি করা ছিল। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ঘরের ওপরে ও চারপাশে ত্রিপল (তেরফাল) দিয়ে ঘুমান সবাই। এরপর রাত ৩টার দিকে অব্যাহত বর্ষণ শুরু হলে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে মাটির দেয়ালচাপায় ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পাহাড়ের খাদে বাস করা বাড়িতে একখণ্ড মাটি ধসে পড়ে। এতে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা দেওয়া হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ