Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে সংঘাত: ৫ দিন পর বিস্ফোরণে আবারও কাঁপল টেকনাফ সীমান্ত

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে সংঘাত: ৫ দিন পর বিস্ফোরণে আবারও কাঁপল টেকনাফ সীমান্ত

মিয়ানমারের রাখাইনে থেমে থেমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবার গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠেছে। 

সীমান্তের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, লেদা, মুচনী, দমদমিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়া থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিকট শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তারা। 

এ ছাড়া নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে হাস্যুরাতা, নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। 

টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। জান্তা বাহিনী বেদখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। 
 
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত পাঁচ দিন ধরে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।’ 

সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গত পাঁচ দিন পর আজ সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।’ একই কথা জানান স্থানীয় ইউপি সদস্য আক্তার কামালও। 

এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাখাইনের পরিস্থিতি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি