হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউটিউব দেখে রামবুটান চাষ, ফল ধরেছে গাছে

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য রাঙামাটির লংগদুতে পরীক্ষামূলকভাবে বিদেশি ফল রামবুটান চাষ করে সফল হয়েছেন নাজমুল হোসেন নামের এক যুবক। তিনি ইউটিউব দেখে ৩২টি চারা সংগ্রহ করেন। এরপর সেগুলো রোপণ করেন। এখন তাঁর অধিকাংশ গাছে ফল ধরেছে। 

নাজমুল হোসেনের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায়। তিনি নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে ৩২টি বিদেশি ফল রামবুটানের চারা রোপণ করেন। 

নাজমুল জানান, প্রায় আড়াই বছর আগে ইউটিউব দেখে রামবুটান গাছের চারার খোঁজ করে নরসিংদীর শিবপুরে সংগ্রহ করতে হয়েছিল। সেখান থেকে প্রতিটি চারা তিন হাজার টাকা দরে কিনে আনেন তিনি। পরবর্তীতে ইউটিউব দেখেই চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা করেন। 

এখন পর্যন্ত রামবুটান চাষে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। ফলটির বাজার মূল্যও যথেষ্ট ভালো। এখন বাণিজ্যিকভাবে চাষ করে সফল হতে চান বলে জানান তরুণ কৃষক নাজমুল। 

নাজমুল বলেন, ‘ফলটি নতুন হওয়ায় এখনো মানুষের কাছে পরিচিত হয়নি। এরপরেও যথেষ্ট চাহিদা রয়েছে, বর্তমানে প্রতি কেজি রামবুটান এক হাজার টাকা দরে বাজারে বিক্রি করতে পারছি।’ 

স্থানীয় লোকজন বলেন, নাজমুলের চাষ করা রামবুটান ফল দেখতে অনেকে ভিড় করেন তাঁর বাড়িতে। তাঁর চাষাবাদে সফলতা দেখে অনেকে রামবুটান চাষ করার পরিকল্পনা নিচ্ছেন। 

নাজমুলকে সহযোগিতার আশ্বাস দিয়ে লংগদু উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘পাহাড়ে এই প্রথম রামবুটান চাষে সাড়া ফেলেছেন তরুণ কৃষক নাজমুল। যেহেতু বিদেশি ফল চাষে পরীক্ষামূলকভাবে তিনি সফল হয়েছেন। এটাকে বাণিজ্যিকভাবে সফল করতে আমাদের পক্ষ হতে যতরকমের সহযোগিতা করা দরকার তা আমরা করে যাব।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন