থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় গহিন অরণ্যে বাড়ছে নিষিদ্ধ পপির চাষ। একশ্রেণির প্রভাবশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই পপির চাষ করছেন। তবে এবার সন্ধান পেয়ে ৩০ একর পাহাড়ি জমির পপিখেত পুড়ে দিয়েছে বিজিবি।
গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে উপজেলার তিন্দু ইউনিয়নে পপি চাষের সন্ধান পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিকেলে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে একটি দল তিন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাইকা খুমিপাড়া এলাকায় অভিযানে যায়। বিজিবি টহল টের পেয়ে পপিচাষিরা পালিয়ে যান।