হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনে নাশকতা হলে কঠোর অবস্থানে যাবে বিজিবি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিজিবি মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘নির্বাচনের দিন নাশকতা কিংবা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মতো কঠোর অবস্থানে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।’ 

আজ শনিবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে বিজিবির বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য, এ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করব।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বর্ডারের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করি। আইনশৃঙ্খলা রক্ষা করাও বিজিবির দায়িত্ব। এ বছরের নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, আইনশৃঙ্খলার অবনতি না হয়—সেসব বিষয় মাথায় রেখে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। 

‘৭ জানুয়ারি নির্বাচনের আগে যাতে আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার ঘটনা না ঘটে এবং লোকজন যাতে ভোট দিতে নিরাপদ বোধ করে—সে বিষয়গুলো আমরা নিশ্চিত করব।’ 

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে ও পরে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ