কক্সবাজারের সমুদ্রসৈকতে মানবপাচার বিরোধী কনসার্টে গান গাইবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। আগামীকাল শনিবার বিকেলে শহরের লাবণী পয়েন্ট সৈকতে এই কনসার্টের আয়োজন করেছে জেলা প্রশাসন ও উইনরক ইন্টারন্যাশনাল।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের চার জেলায় আয়োজন করা হয় ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’। এর আগে খুলনা, সাতক্ষীরা ও যশোরে কনসার্ট করা হয়েছে। শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত হবে এই আয়োজনের সমাপনী কনসার্ট।
উইনরক ইন্টারন্যাশনালের মানব পাচার বিরোধী প্রচারণার এই কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ব্যান্ডদল ‘মাদল’ অংশ নেবে। এতে মানব পাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, সবার জন্য উম্মুক্ত কনসার্টটি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। কনসার্টটি সফল করতে সবধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।