হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩ 

 কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আজ শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাস্ট ইনস্যুরেন্স লাইফ কোম্পানির একটি প্রাইভেটকারটি মাধাইয়ার নাওতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটির চালকসহ ৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে চলা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়। প্রাইভেটকারের ভেতরে থাকা এক নারীকে চান্দিনা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মরদেহ রাখা হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন