হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার সোনাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার, স্বর্ণের বিস্কুট ও নগদ টাকাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার সোদাপাড়ার বাসিন্দা মৃত মো. ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) এবং একই এলাকার মৃত মো. সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণ ও মাদকের বড় একটি চালান মজুতের খবরে বিজিবির একটি দল অভিযানে যায়। বিজিবির সদস্যরা সন্দেহজনক ঘরটি ঘিরে অভিযান শুরু করলে দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা তাঁদের আটক করতে সক্ষম হয়। পরে তাঁদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযানে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ৫০০ গ্রাম বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বিস্কুট, বাংলাদেশি নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, মিয়ানমারের নগদ ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, তারা সংঘবদ্ধ মাদক ও স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টেকনাফ সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে জড়িত।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধার হওয়া স্বর্ণ, বাংলাদেশি ও মিয়ানমারের অর্থ কক্সবাজার জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় মজুত রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

এর আগে টেকনাফ সীমান্তে গত ১০ অক্টোবর বিজিবি অভিযান চালিয়ে ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করেছিল। উপজেলার ফুলের ডেইল এলাকার সীমান্তে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছিল বিজিবি। এ সময় দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন