হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার জেলার কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া পৌঁছালে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের বরণের জন্য ছাদখোলা গাড়ির ব্যবস্থা করা হয়। ছাদখোলা গাড়ির বহর নিয়ে ট্রপিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া ঘুরে বেড়ায়।

ছাদখোলা গাড়ির বহর যখন যাচ্ছিল, তখন রাস্তার দুপাশে জনতা তাদের হাততালি দিয়ে অভিবাদন জানান।

রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তি, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় খেলোয়াড়, কোচ ও শিক্ষকেরা হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। সবাই তখন খুব উৎফুল্ল ছিল।

কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন, জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর উপজেলা প্রশাসনের পাশাপাশি কুতুবদিয়াবাসী আমাদের এভাবে সংবর্ধনা দিয়ে সম্মানিত করবে আমরা চিন্তা করিনি। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার মতো এই বিজয় কুতুবদিয়াবাসীকে উৎসর্গ করলাম।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, কুতুবদিয়ার মতো একটি দ্বীপ থেকে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া গৌরবের বিষয়। শিগগির কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের রাজকীয় সংবর্ধনার দেওয়া হবে।

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বন্য হাতির ভয় আপাতত নয়

সাংগ্রাই উৎসবে রঙিন পাহাড়

রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

চট্টগ্রাম ডিসি হিলের মঞ্চে দুর্বৃত্তের হামলা, বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

চট্টগ্রাম ও চবিতে বর্ষবরণের যত আয়োজন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আরও ৮ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে

কর্ণফুলীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক এমপি নদভী

সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে পড়ে কারখানার দুই শ্রমিক নিহত