Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল মৃত স্পিনার ডলফিন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া সৈকতে ডলফিনটি ভেসে আসে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, স্পিনার প্রজাতির ডলফিনটি ৮ ফুট দৈর্ঘ্য এবং ওজন ৯৫ কেজি। ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৪ ঘণ্টা আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে রাখা হয়েছে জানিয়ে তরিকুল ইসলাম বলেন, ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। দাতগুলো ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। শরীরেও পচনের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বয়স্কজনিত কারণে এটি মারা যেয়ে থাকতে পারে। 

সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, প্রায় সময় জেলেদের জালে বা মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে সামুদ্রিক প্রাণী মারা পড়ছে। এ ছাড়া গোস্ট নেট বা সমুদ্রে পরিত্যক্ত জাল, নিষিদ্ধ কারেন্ট ও বিহুন্দি জালও কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ফাঁদ। এ বিষয়ে জেলেদের প্রশিক্ষণ ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন সমুদ্রবিজ্ঞানীরা। 

এর আগে চলতি বছরের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সুগন্ধা, হিমছড়ি ও ইনানী সৈকতে পরপর দুটি ইরাবতী ও একটি হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন এবং একটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী পরপইস ভেসে আসে। এ ছাড়া হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল একটি ইরাবতী ডলফিন।

২০২৩ সালের ৩০ মার্চ সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি মরা ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। এর আগে একই বছরের ৮ ফেব্রুয়ারি ইনানীর হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন সৈকতে একই প্রজাতির মরা ডলফিন ভেসে আসে। 

২০২২ সালের ২৩ আগস্ট ও ২০ মার্চ একই সৈকতে মরা ডলফিন ভেসে আসে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতেও টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল। ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিনে হিমছড়ি সৈকতে দুটি মরা তিমি ভেসে এসেছিল।

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ