Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকান থেকে চিপস নিয়ে বাড়ি ফিরছিল ২ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল লাশ

চাঁদপুর প্রতিনিধি

দোকান থেকে চিপস নিয়ে বাড়ি ফিরছিল ২ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল লাশ

চাঁদপুরের হাজীগঞ্জে দোকান থেকে বিকেলে চিপস নিয়ে বাড়ি রওনা হয় একই বাড়ির ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬) নামের দুই শিশু। পরে সন্ধ্যায় তাদের লাশ মেলে বাড়ির পাশের পুকুরে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদারবাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক হাওলাদারবাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের স্বজনেরা জানান, বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেললে উঠে আসে দুই শিশুর লাশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। এ ধরনের ঘটনায় ওই বাড়ির লোকজন খুবই শোকাহত।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোপীনাথ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়ি পাঠান। কিন্তু শিশু দুটি বাড়ি পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ