ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে আটক পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটকেরা ফিরে গেছেন। আজ বুধবার সকাল থেকে বাঘাইহাট ও মাচালং এলাকায় পানি কমতে শুরু করায় পর্যটকেরা খাগড়াছড়ি ফিরে যান।
সাজেক কটেজ মালিক-সমিতির সহসভাপতি চাই তোয়াই অং চৌধুরী জয় আজকের পত্রিকাকে বলেন, বাঘাইহাট ও মাচালং এলাকায় সড়কের ৫ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে আটকা পড়েছিল ৪৬৫ পর্যটক। আজ বুধবার প্লাবিত এলাকায় পানি কমতে শুরু করলে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরতে শুরু করে আটকে পড়া পর্যটকেরা।
বগুড়া থেকে সাজেকে ঘুরতে আসা পর্যটক হোসেন শাহরিয়ার বলেন, ‘১ জুলাই ঢাকা থেকে আমরা চারজন সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র আসি। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়ি। এখানে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। আমাদের কোনো রকমের সমস্যা হয়নি। আজ সকালে রওনা দিয়েছি। এখন বাঘাইহাট ও মাচালং এলাকায় সড়কের পানি কমার অপেক্ষা করছি, আমাদের সঙ্গে প্রায় শতাধিক গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে।’
উল্লেখ্য, টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদের পানি বেড়ে যায়। পাহাড়ি ঢলে সাজেকের বাঘাইহাট ও মাচালং বাজারে সড়ক তলিয়ে যায়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক আটকে পড়েন।