নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মেদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)। তাঁরা পেশাদার অস্ত্র কারবারি বলে দাবি পুলিশের।
তিন যুবককে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, পুলিশ চান্দগাঁও টেকবাজারে একটি বাসায় পেশাদার অস্ত্র কারবারিদের বিষয়ে গোপন তথ্য পায়। পরে পুলিশের একটি দল গতকাল রাত সাড়ে ৩টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি ৭ দশমিক ৬৫ এমএম একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করে।
ওসি আফতাব আরও বলেন, গ্রেপ্তার যুবকেরা বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।