হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকানে মজুত কয়েক শ ডাব, সামনে কয়েকটি রেখে দেখানো হচ্ছে সংকট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ডাবের চাহিদা বেড়েছে। এই সুযোগে বাড়তি দাম হাঁকাতে দোকানে ডাব মজুত রাখছেন ব্যবসায়ীরা। সংকট দেখিয়ে একেকটি ডাব আকারভেদে ১৫০-২০০ টাকায় বিক্রি করছেন। এমন অভিযোগে ডাবের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর অভিযান চালালে পালিয়ে যান বিক্রেতা ও মজুতদারেরা। 

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালে এই দৃশ্য দেখা যায়। 

ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর জানায়, হাসপাতাল এলাকায় রাইসা মেডিকেল হল, যিনি ওষুধ বিক্রির পাশাপাশি ডাব বিক্রি করছিলেন। তাঁর দোকানের সামনে মাত্র পাঁচটি ডাব বিক্রির জন্য রাখা ছিল। প্রতিটি ডাবের দাম রাখা হচ্ছিল ১৫০ থেকে ২০০ টাকা করে। বাজারে ডাবের সংকট, এমন দাবি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখা হচ্ছিল। অথচ ফার্মেসির পেছনেই রাখা ছিল কয়েকশ ডাব। অধিদপ্তরের হাতে ধরা পড়া পর ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে আরেক বিক্রেতা ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকা বিক্রির অপরাধে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চমেক হাসপাতাল এলাকায় অন্তত অর্ধশতাধিক ডাবের দোকান রয়েছে। ফুটপাতে ভ্রাম্যমাণ ডাব বিক্রেতার পাশাপাশি ফার্মেসি দোকানিরাও ডাব মজুত করে বিক্রি করে আসছেন। মঙ্গলবার অভিযানের খবর পেয়ে তখন অনেক ডাব বিক্রেতা ডাব রেখে পালিয়ে যান। এ ছাড়া অনেকে দোকান বন্ধ রেখে গা ঢাকা দেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, ‘ডাব মজুত রেখে সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ অভিযানে এসে আমরা প্রমাণ পেয়েছি। এক ব্যবসায়ী অবৈধভাবে বিক্রির জন্য ৪-৫টা ডাব রেখে পুরোটাই সংরক্ষণ করছেন। এ ডাবগুলো বিক্রি হয়ে গেলে পরে আবার মজুত করা স্থান থেকে আরও ডাব নিয়ে আসে। ওই ডাব বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনেকে অভিযানের কথা শুনে ডাব রেখে পালিয়ে গেছেন।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন