আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে খদ্দের ও যৌনকর্মীসহ ৭ জনকে আটক করেছে আখাউড়া থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম।
এর আগে গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভা সড়ক বাজারের ভূঁইয়া আবাসিক হোটেল থেকে খদ্দের ও যৌনকর্মীসহ ৭ জনকে আটক করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘এই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে-এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েক জনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’