চট্টগ্রামে যাত্রীবেশে উঠে রিকশাচালকের ৫৮০ টাকা–মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সাইদুল হোসেন ওরফে সাকিব (২০), জোবায়েত হোসেন সাঈদ (২২) ও আবদুল্লাহ আরাফাত মানিক (২১)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের টার্গেট থাকে মূলত রিকশাচালকেরা। কারণ, গরিব ও অসহায় হওয়ায় ছিনতাইয়ের শিকার হওয়ার পরও তারা কোনো প্রতিবাদ করে না।
ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘তিন দিন আগে বেলা আড়াইটার দিকে পটিয়া সবুর রোড থেকে কেলিশহর যাওয়ার উদ্দেশ্যে আসামিরা একটি রিকশা ভাড়া করে। মাঝপথে ছুরির ভয় দেখিয়ে তাঁরা চালকের পকেটে থাকা ৫৮০ টাকা ও মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাটি জানতে পেরে পরে ভুক্তভোগী রিকশাচালককে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি টিপ ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’