হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ কক্সবাজারের তিন যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

আটক আন্তজেলা চোর চক্রের সক্রিয় তিন সদস্য। ছবি: সংগৃহীত

নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তিনজন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার টাইম বাজার মেহেদীপাড়ার আব্দুর রহমানের ছেলে জাফর (৩০), একই জেলার দক্ষিণ রুমালিয়ার ছাড়া এলাকার ফজলে করিমের ছেলে সাব্বির আহমেদ অভি (৩০) ও ঝিলংজা পিটি স্কুল এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহিম (২৯)।

পুলিশ জানায়, নোয়াখালী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলায় উত্তর পাশের কক্ষে চোরাই মোবাইল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম রানার নেতৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে চোরাই বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা সবাই পেশাদার চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আগেও বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ