বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তে ডিম পাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত গাড়িচালক নুর নবীকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে।
আহত অন্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. নিয়াজুর রহমান (৫২) তাঁর স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪২), ছেলে পার্থিব রহমান (২১) ও মেয়ে ফাইরুজ নাফিয়া (২০)।
আজ রোববার সকালে ডিম পাহাড়ে আলীকদম থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ২০০ ফুট নিচে পড়ে যায়।
আলীকদম ফায়ার স্টেশন মাস্টার আবদুর কাদের ও থানচি ফায়ার স্টেশন মাস্টার মোহাম্মদ ইসমাইল বলেন, ‘স্থানীয়রা মোবাইল ফোনে জানান, আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার ডিম পাহাড় থেকে গভীর খাদে প্রায় ২০০ ফুট নিচে একটি সরকারি পাজেরো গাড়ি পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।’
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিপ্তরের অর্থ বিভাগের পরিচালকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিম পাহাড় এলাকা পাহাড় থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’