বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার রানার্স কমিউনিটি ও ব্রাহ্মণবাড়িয়া সাইক্লিস্টের আমন্ত্রণে চার দিনের সফরে বাইসাইকেলে চড়ে বাংলাদেশ এসেছেন ভারতের ১৬ জন নাগরিক। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তাঁরা। এ সময় শূন্যরেখায় ভারতীয় দলটিকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের সদস্যরা।
পরে সাইকেল নিয়ে বাংলাদেশে আসা ১৬ ভারতীয় পৌরসভার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে যাত্রাবিরতি নেন। সেখানে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা।
শূন্যরেখায় আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের ২৭ জন সদস্য ভারতীয় দলটিকে বিভিন্নভাবে সহযোগিতা করেন।