হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘তোরা বেশি বিরক্ত করছ’ বলে সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে পেশাগত দায়িত্বপালনের সময় চ্যানেল ২৪-এর ভিডিও সাংবাদিক সেলিম উল্লাহকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। 

সাংবাদিক সেলিম উল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল রাতে সাতজনের নামসহ আরও আটজনকে অজ্ঞাত আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেছেন। জড়িতরা সবাই সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের অনুসারী বলে দাবি সাংবাদিক সেলিম উল্লাহর। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতে তোলা হচ্ছে।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফখরুল ইসলাম (২৩), ইরফান (২০), মাহিন (২৫), জুবায়েদ আলী (১৯), মো. মোসাদ্দেক হোসেন (১৯), মো. রফিক (৩৫) ও বিল্লাল বেপারি (২৮)। 

সেলিম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণের সময় প্রথমে সাদ্দাম নামের একজন মোবাইল ফোন কেড়ে নেন। এরপর তিনি বলেন, ‘তোরা সাংবাদিকেরা বেশি বিরক্ত করছ।’ তারপর ১৫ জন এসে বেধড়ক মারধর করেন। ছুরি নিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁরা সবাই প্যানেল মেয়ের আব্দুস সবুর লিটনের অনুসারী। 

এদিকে প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের দাবি, সাংবাদিককে মারধরে জড়িতরা তাঁর অনুসারী না।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন