হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রাইম মুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি চলছে। নিয়োগপত্র নিশ্চিতের দাবিতে এই ধর্মঘট পালন করছেন তাঁরা। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ও কন্টেইনার পরিবহনে। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি।

আজ বুধবার সকালে এনসিটি ও সিসিটি গেটের সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এতে বন্দরের ভেতরে কনটেইনার পরিবহনে আসা ট্রেইলারগুলো আটকা পড়ে। ভেতরেও প্রবেশ করেনি কোনো ট্রেইলার। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের পণ্য ওঠানামা। ট্রেনযোগে যে কনটেইনারগুলো সারা দেশে যায়, সেই কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল।

শ্রমিকদের দাবি, একাধিকবার দাবি আদায়ে কর্মসূচি দিলেও মালিকপক্ষ নিয়োগপত্র দিতে গড়িমসি করছে। দাবি আদায় না হলে কর্মবিরতি চলমান রাখা হবে বলেও জানান তাঁরা।

তবে মালিকদের দাবি, এটি অনেক আগেই সুরাহা হওয়া একটি বিষয়। এটি অনেকবার সমাধান হয়েছে এবং এ নিয়ে আদালতে একটি রিটও করা হয়েছে। আদালতে সুরাহা হওয়ার আগে শ্রমিকদের এই দাবি অন্যায্য বলে মনে করছেন তাঁরা।

চট্টগ্রাম প্রাইম মুভার-ট্রেইলার ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, শ্রমিকদের দাবি না মানায় সকাল থেকে তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন। যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে এবং শ্রম আইন অনুসারে শ্রমিকেরা সুবিধা না পাবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।

সর্বশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ