কক্সবাজার সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি হাওয়া বইছেে এখন। সাগরে জোয়ারের পানির উচ্চতাও বেড়েছে। এদিকে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমপক্ষে ৩ লাখ মানুষ উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন। বিকেলের মধ্যে ঝুঁকিতে থাকা সব লোকজনকে সরিয়ে আনার তৎপরতা শুরু করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
জেলা প্রশাসনের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণকক্ষের বেলা ১০টা ৫০ মিনিটের হিসাবমতে, জেলার ৬৩৬টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া বিভিন্ন হোটেল-মোটেল এবং আত্মীয়স্বজনের বাড়িতে আরও ৬০ থেকে ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জানান, মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে উপকূলের সব মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার প্রস্তুতি চলছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজিদ আহমেদ সাইফ আজকের পত্রিকাকে বলেন, এখনো জোয়ারের পানির উচ্চতা এক থেকে দুই ফুটের মধ্যে রয়েছে। মোখা মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।
আরও পড়ুন: