হোম > সারা দেশ > ফেনী

পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিপন পৌর এলাকার বাউর পাথর গ্রামের মৃত আলি নেওয়াজের ছেলে।

স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, গতকাল রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর জানতে পারি, শিপন বিএসএফের গুলিতে আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাউর পাথর গ্রামের ৬১৬২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থান দিয়ে চোরাচালান হয়ে আসছে। মাদক, চিনি, শাড়িসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাই পথে বাংলাদেশে আনা হয়। একইভাবে মাছ, রসুনসহ বিভিন্ন পণ্য ভারতে পাচার করা হয়।

মজুমদার হাট বিজিবির কোম্পানি কমান্ডারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান আজকের পত্রিকা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন, সে বিষয় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার