Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
লাশ উদ্ধারের খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে মো. শাহাদাৎ হোসেন (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভীরতলা গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর থেকে তাঁর দোকানের কর্মচারী পলাতক রয়েছেন।

শাহাদাৎ হোসেন স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারে হালুয়া-রুটির ব্যবসা করতেন। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামে। তিনি দাউদকান্দির ভীরতলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে ইলিয়টগঞ্জ বাজারে ব্যবসা করতেন।

এলাকাবাসী জানায়, গত সোমবার সকালেও ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বাজারে হালুয়া-রুটি বিক্রি করেছেন। গতকাল বুধবার শাহাদাৎ যে ঘরে থাকতেন, সেই ঘর থেকে দু্র্গন্ধ বের হচ্ছিল। বাড়ির মালিক আবদুর রাজ্জাক মিয়া তালাবদ্ধ কক্ষের জানালা দিয়ে ভেতরে লাশ দেখতে পান। খবর দিলে দাউদকান্দি মডেল থানা-পুলিশ গিয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে শাহাদাতের দোকানের কর্মচারী একই এলাকার রনি পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত ব্যক্তির মুখমণ্ডল থেঁতলে আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম