হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে আ. লীগের নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাত মো. হোসেন মান্না (৫০) নামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের ছেলে অমিত হোসেন (২০)। আজ রোববার নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া হাজী আশরাফ আলী রোডে এই ঘটনা ঘটে। 

নিহত হোসেন মান্না ওই এলাকার মধ্যম সরাইপাড়া এলাকার মো. নুরু মিয়ার ছেলে। তিনি পাহাড়তলী ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। 

পুলিশ জানায়, নগরীর একই এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে হোসেনের পূর্বশত্রুতা ছিল। আজ দুজনের তর্কাতর্কির একপর্যায়ে এই খুনের ঘটনা ঘটে। এ সময় নিহত হোসেনের ছেলে এগিয়ে আসলে সেও আহত হন। ঘটনার পর অভিযুক্ত পলিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএমপি পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. মঈনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মূলত পূর্বশত্রুতার জেরে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি হোসেন মান্নাকে ছুরিকাঘাত করে। এ সময় তাঁকে বাঁচাতে ছেলে এগিয়ে আসলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। 

স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে সেখানে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর লাশ হাসপাতাল মর্গে রয়েছে। হোসেনের ছেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

তিনি বলেন, স্থানীয় ওই ব্যক্তির সঙ্গে হোসেন মান্নার বিরোধ ছিল। তবে কি নিয়ে বিরোধ ছিল তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: পুলিশ

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

সেকশন