হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে স্কুলছাত্র জখম

চাঁদপুর প্রতিনিধি

মো. আয়াশ। ছবি: সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. আয়াশকে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আয়াশ জেলার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের মৃত মনির মিজির ছেলে। সে পরিবারের সঙ্গে জেলা শহরের নিউ ট্রাক রোডে বসবাস করে। আজ সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অতর্কিতভাবে আয়াশের ওপর হামলা করে। এতে আয়াশের পিঠে এবং বাঁ হাতে জখম হয়। হাসান আলী স্কুলের কয়েকজন ছাত্রের পরিকল্পনায় এই হামলা করা হয়েছে বলে জানায় আয়াশ।

এদিকে আয়াশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনার জেরে উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুনরায় মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনায় হামলার শিকার শিক্ষার্থী আয়াশের মা নাছরিন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাফ নদী থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন