গত রাতে ভারী বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এ ছাড়া জেলার আরও বিভিন্ন সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, দ্রুতই বিভিন্ন রাস্তার ওপর জমে থাকা মাটি সরানো হবে।
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ফুরমোন রাস্তার মুখ, খামারপাড়া, রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের কলাবাগান, বাঘাইছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন এলাকায় সড়কের ওপর এমন পাহাড়ধসের ঘটনা ঘটে।
এদিকে রাতের ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি ঢলে বাঘাইছড়ি, বিলাইছড়ি ও বরকলে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ধসপ্রবণ এলাকায় সতর্কতা মাইকিং করছে জেলা প্রশাসন।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়ক স্বাভাবিক করতে পে লোডার ও শ্রমিক পাঠানো হয়েছে। শিগগির মাটি সরানো হবে।