আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার চানপুর গ্রামের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কাছ থেকে এটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, চানপুর গ্রামের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে স্থানীয় আবু তাহের মিয়া নামের এক ব্যক্তি মাটি কাটছিলেন। এ সময় তিনি মর্টার শেলটি দেখতে পান। পরে খবর দেওয়া হলে ঘটস্থল থেকে পুলিশক সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কামরুজ্জামান জানান, শেলটি মুক্তিযুদ্ধের সময়কার। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা এটি পরীক্ষা করবেন।