Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ডাকাত গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে এক ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা (রহমত নগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুর হোসেন ওরফে হাসান (২৪)। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। তিনি আজকের পত্রিকাকে জানান, গভীর রাতে মহাসড়কে গাড়িতে ডাকাতি করতে সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করছিলেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে ডাকাত হাসানকে গ্রেপ্তার করা হয়।

মো. আলমগীর আরও জানান, গ্রেপ্তার ডাকাত হাসানের বিরুদ্ধে মহাসড়কে ডাকাতিসহ নানা অপরাধের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাঁকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের