হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে অবাঞ্ছিত ঘোষণা করে আজ রোববার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগে এই প্রতিবাদ করে।

উপজেলা বটতলী মোটর স্টেশনের চৌধুরী প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সলাহ উদ্দিন হিরু।

এতে বক্তারা অবিলম্বে কর্নেল অলিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মিয়া ফারুক, আওয়ামী লীগ নেতা শহীদুল কবির সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহসভাপতি হারুন অর রশিদ অর্মি হারুন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ প্রমুখ।

পরে উপজেলার বটতলী মোটর স্টেশনে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিলে বের হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা কর্নেল অলি আহমদের কুশপুত্তলিকা দাহ করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পদুয়ায় উপজেলা এলডিপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার