Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোপনে আরেক বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে খুন হলেন স্বামী

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গোপনে আরেক বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে খুন হলেন স্বামী
ছবি: সংগৃহীত

গোপনে আরেক বিয়ে করায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায়।

নিহত মো. আলাউদ্দিন (৩৬), নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীতে দীর্ঘ সময় বসবাস করছেন। অপর দিকে গ্রেপ্তার নূরজাহানের (২৩) বাড়িও নোয়াখালীর মাইজদী এলাকায়। তাঁরা দুজন হালিশহরের বসুন্ধরা আবাসিকে মর্জিনার মার কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইটভাটায় শ্রমিক বা দিনমজুরের কাজ করতেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিয়ে করেছিলেন। নয় বছর আগে তার সঙ্গে নূরজাহানের বিয়ে হয়। এর আগে তিন স্ত্রীকে আলাউদ্দিন তালাক দেন।

ওসি বলেন, দেড় মাস আগে আলাউদ্দিন গোপনে আরেকটি (পঞ্চম) বিয়ে করেন। নতুন স্ত্রীকে তিনি গ্রামের বাড়িতে রাখতেন। এই বিয়ের খবর কোনোভাবে জেনে যান নূরজাহান। পরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ তৈরি হয়। এতে ক্ষোভ থেকে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন নূরজাহান।

তিনি আরও বলেন, গতকাল রাত আড়াইটায় ঘুমানোর সময় নূরজাহান ‘দা’ দিয়ে আলাউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়ে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার ও নূরজাহানকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছে বলে জানান তিনি।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের