হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: শহীদ উদ্দীন এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাঁকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।

শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, ‘আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। তাই হাসিনার বিচার হওয়া জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।

এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

ড্যাব জেলা শাখার আহ্বায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির এই নেতা।

এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল খালেদ মো. ইকবাল, মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি রাকিবুল আহসান, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ