Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া এলাকায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে। আজ শনিবার আসরের নামাজের পর জানাজা শেষে নিহত ব্যবসায়ীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম শহর জুমার নামাজ আদায়ের জন্য গ্রামের বাড়িতে আসার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বরপাড়ায় দুর্বৃত্তের গুলিতে জাহাঙ্গীর আলম নিহত হন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় ব্যবসায়িক কাজ শেষে দেশে ফেরেন জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন।

জাহাঙ্গীর আলমের স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, আজ বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটে নোয়াপাড়া ইউনিয়নে সর্বসাধারণের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার

মিয়ানমারের সংঘাতে সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

থানার কাছে ফের ডাকাতের কবলে প্রবাসী, সর্বস্ব লুট

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদগঞ্জের ২০ গ্রামে রোজা শুরু

কসবা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেল বিএসএফ, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রামে বিএনপি নেতা নোমানের জানাজায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন