হোম > সারা দেশ > চট্টগ্রাম

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া এলাকায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে। আজ শনিবার আসরের নামাজের পর জানাজা শেষে নিহত ব্যবসায়ীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম শহর জুমার নামাজ আদায়ের জন্য গ্রামের বাড়িতে আসার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বরপাড়ায় দুর্বৃত্তের গুলিতে জাহাঙ্গীর আলম নিহত হন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় ব্যবসায়িক কাজ শেষে দেশে ফেরেন জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন।

জাহাঙ্গীর আলমের স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, আজ বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটে নোয়াপাড়া ইউনিয়নে সর্বসাধারণের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের