Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অপহৃত ৯ কৃষক বাড়ি ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে অপহৃত ৯ কৃষক বাড়ি ফিরেছেন
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গাসহ নয় কৃষক বাড়ি ফিরেছেন। গতকাল রোববার দিবাগত রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার পাহাড়ি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।

ফিরে আসা ব্যক্তিরা হলেন—কানজরপাড়ার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। বাকি দুজন রোহিঙ্গা নাগরিক।

পরিবার সূত্রে জানা গেছে, তাঁদের কাছে জনপ্রতি দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

নয় ব্যক্তি অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশের অভিযান অব্যাহত ছিল বলে জানান ওসি গিয়াস উদ্দিন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে সবাইকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে মুক্তিপণের বিষয়ে তিনি কোনো বক্তব্য করেনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৪৫ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৮৮ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু

মুক্তিযোদ্ধার নাতি সেজে ১২ বছর পুলিশে চাকরি, অবশেষে গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত বাবার মৃত্যুর ২ মাসের মধ্যে খুন হন রিকশাচালক জাহিদুল

আনোয়ারায় বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন