হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ছুরিকাঘাতে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে হামলা ঠেকাতে গিয়ে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হওয়া যুবক মো. বাবুল হোসেনের (৩২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত যুবক সীতাকুণ্ডের পৌরসভার মধ্যম মহাদেবপুর (শেখনগর) এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল বিকেলে পৌর সদরের মধ্যম মহাদেবপুর (শেখনগর) এলাকার সাইফুল ও মিয়ান প্রকাশ শাহীনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। এ ঘটনার জেরে ২৭ এপ্রিল শাহীনের লোকজন সাইফুলকে টানাহেঁচড়া করে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে এসে বাবলু হামলাকারীদের হাত থেকে সাইফুলকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে হামলাকারী দলের সদস্য আরমান (৩০) ক্ষিপ্ত হয়ে বাবলুর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাবলুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। 

পুলিশ আরও জানায়, ঘটনার পর একই দিন রাতে বাবলুর বাবা কামাল উদ্দিন বাদী হয়ে আরমান, মামুন, জহিরুল ইসলাম শ্যামন ও হাসানের সুনির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ / ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, পুকুরঘাটে তুচ্ছ বিষয় নিয়ে দুই নারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার কথা দুই নারীর একজন তাঁর স্বামীকে ও অপরজন তাঁর ছেলেকে জানান। পরবর্তীতে এ ঘটনা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে বাবলু আহত হয়। আহত পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

দাউদকান্দিতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

খাজনার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

চট্টগ্রামে সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

সেকশন